প্রতিযােগিতার নিয়মাবলীঃ
- পঞ্চম শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিভাগের শিক্ষার্থীরা প্রতিযােগীতায় অংশগ্রহণ করতে পারবে।
- লেখার ক্ষেত্রে খাতার প্রথম পৃষ্টায় প্রতিযােগীর নাম, প্রতিষ্ঠানের নাম, শ্ৰেণী, বিভাগ এবং নিজের ও অভিভাবকের মােবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে।
- কবিতা, ছড়া ও গল্পের জন্য পৃথক প্রতিযােগিতা হবে।
- নিজের লেখা কবিতা/ ছড়া এবং শিশুতােষ, মনীষীদের জীবনী, ধর্মীয়, রম্য, শিক্ষনীয় ইত্যাদি যেকোন বিষয়ে রুচিপূর্ণ ভাষায় গল্প লিখা যাবে।
- একজন প্রতিযােগী সর্বোচ্চ ২টি লেখা জমা দিতে পারবে। ১টির বেশি কবিতা, ছড়া ও গল্প দেওয়া যাবে না।।
- আবৃত্তির ক্ষেত্রে, ক্যামেরা বা মােবাইল দিয়ে কবিতা/ ছড়া আবৃত্তির দৃশ্য ভিডিও করে পাঠাতে হবে। এক্ষেত্রে অবশ্যই কবি ফররুখ আহমদের লিখিত কবিতা/ ছড়া হতে হবে। ৩ মিনিটের মধ্যে সম্পূর্ণ ভিডিও শেষ করতে। ভিডিওর সাথে প্রতিযােগীর নাম, প্রতিষ্ঠানের নাম, শ্ৰেণী, বিভাগ এবং নিজের ও অভিভাবকের মােবাইল নাম্বার অবশ্যই লিখে পাঠাতে হবে।।
- তিনটি বিভাগে প্রতিযােগিতা হবে।
- ক-বিভাগঃ (৫ম-৮ম)
- খ- বিভাগঃ (৯ম-১০ম)
- গ-বিভাগঃ (একাদশ-দ্বাদশ)
- প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে ৩ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। তবে পূর্বে প্রকাশিত লেখা পুরস্কারের জন্য বিবেচিত হবে না।