অংকুর বৃত্তি সংবর্ধনা-২০ সম্পন্ন!
অংকুর বৃত্তি পরীক্ষা-২০ এর বৃত্তি প্রাপ্তদের নিয়ে অনলাইন/অফলাইন সংবর্ধনা গতকাল অংকুর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।করোনা পরিস্থিতির কারণে এ বছর বৃত্তি প্রাপ্তদের অনলাইনে সংবর্ধিত করা হয়েছে।শুধুমাত্র ট্যালেন্টপুল এবং এ গ্রেড এর কিছু শিক্ষার্থীকে অফলাইনে যুক্ত করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংকুর বৃত্তি প্রকল্পের সদস্য সচিব তানজীর হোছাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট এন্ড মলিকোলার বায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড.আতিয়ার রহমান স্যার।এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের মেধাবী শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন।
অংকুরের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ আসিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অংকুর ধানসিঁড়ি অঞ্চলের পরিচালক হোসাইন আজম,পানকৌড়ি অঞ্চলের পরিচালক সাখাওয়াত হোসাইন ফরহাদ।এছাড়াও সালাহউদ্দিন আকাশ,ইব্রাহিম সোহাগ সহ অংকুরের বিভিন্ন জোনের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।