চট্টগ্রামের বেসরকারি সর্ববৃহৎ সাড়াজাগানো বৃত্তি প্রকল্প “অংকুর বৃত্তি ‘২০” সম্পন্ন হয়েছে।
আজ ২৫ই ডিসেম্বর ( শুক্রবার) সকাল ১০ টায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।করোনা প্রাদুর্ভাবের কারণে প্রথমবারের মতো অনলাইনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতে চতুর্থ থেকে নবম শ্রেনী পর্যন্ত চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সকাল ১০টায় শুরু হয়ে সকাল ১১ টা পর্যন্ত বাংলা,ইংরেজি,গণিত , বিজ্ঞান, আইসিটি (৯ম শ্রেণী) এবং সাধারণ জ্ঞান এ বিষয়গুলোর উপর
প্রত্যেক শ্রেণির সর্বমোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা হামেদ হাসান বলেন, ১৯৮৫ সাল থেকে যাত্রা শুরু করা এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা ও মেধাবিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।তিনি আরো বলেন, অংকুর যে বৃত্তি পরীক্ষা নিচ্ছে তা শিক্ষার মান উন্নয়নে ও প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে এবং তা শিক্ষার্থীদের মেধাবিকাশ এবং পড়াশোনার প্রতি আরো আগ্রহী করে তুলছে।
এছাড়া অনলাইন কেন্দ্রে উপস্থিত ছিলেন অংকুর পানকৌড়ি অঞ্চলের পরিচালক আক্কাস উদ্দিন আরফিন, ধানসিঁড়ি অঞ্চলের পরিচালক হোসাইন আজম সহ অংকুরের বিভিন্ন জোনের পরিচালকবৃন্দ।
উল্লেখ্য, অংকুর বৃত্তি প্রকল্পের পরিচালক মোমিনুল হক অংকুর কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য, অভিভাবক,শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নতি কামনা করেন।